- বেদনায় হারিয়ে যাই
তোমাকে ভালবাসি এটাইই কি আমার বড় দোষ বল? তোমায় শুধু ভাল ই বেসেছি কিন্তু কোনো দিন মুখ ফুটে বলতে পারিনি, অথচ জীবনের কতটা পথ এক সাথে পাড়ি দিয়েছি আমরা, তবু ও পারিনি কেন জানো? কারন আমি জানতাম কোনো দিন তুমি আসবেনা আমার এই হাত ধরতে, কোনো দিন এসে বলবে না চলো এক সাথে জীবনের পথ চলি। যে ভালবাসার কোনো পরিনতি নাকি যাকে ভালবাসি তাকে পাশে পাওয়ার ভরসা নাই তাহলে সে ভালবাসা কে ফুটিয়ে কি লাভ বল?
- বেদনায় হারিয়ে যাই
আচ্ছা তুমি কি কোনো দিন ও আমার মনের কথা গুলো বুঝতে পারনি? তুমার চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না আমি তাই সেই দিনের পর থেকে তোমার সামনে আসার আগে চোখ দুটো কালো চশমায় ঢেকে আসতে ভুলতাম না আমি, কোন দিন মনে আছে তো তোমার? ওই যে সে দিন যেদিন ৪ বছরের সম্পর্কের মাথায় এসে তুমি বললে ' তুমি হারিয়ে গেলে আমার কি হবে? তোমার কথা তা ঠিক বুঝিনি আমি, ৪ বছরের মাঝে আমাদের কারর ই মুখ থেকে 'I Love You' কথা তা ঘটা করে বলা হয়নি সত্তি কিন্তু আমারা ঠিক জানতাম দু জনের মনে আমরা দু জন আছি ভালবাসার জায়্গা টা দখল করেই, তাইতো তোমার সেই কথাটাকে আমি মজা ভেবে মজা করেই মুখে একটা ভরাট হাসি নিয়ে বল্লাম'হারিয়ে গেলে খুজে নিবা'
- বেদনায় হারিয়ে যাই
তুমি বললে, be serious,আমি fun করছিনা। বুঝতে চেষ্টা কর। আমাদের Bsc কমপ্লিট । এখন তোমার বাসা থেকে তোমাকে বিয়ে দেয়ার চেষ্টা করবে। আর কি তুমি আমার পাশে থাকতে পারবা? অনেক দিন ধরেই কথা গুলো ভাবছিলাম । তোমাকে বলতে পারিনি নিজেই কষ্ট পেতাম কিনা। আমি বাস্তবতা মেনে নিয়েছি এখন তুমি যদি মেনে নাও তোমার জন্যই ভাল হবে। আমরা তো বন্ধু আর বন্ধুত্ব তো ছেড়ে যেতেই হয় এক সময় না এক সময়।
- বেদনায় হারিয়ে যাই
জান? তোমার কথাগুলো শুনার পর আমি আর পারিনি 'ভালবাসি তোমাকে' বলতে।সেদিন তোমার অপলক শুষ্ক চোখ দুটোর দিকে তাকিয়ে ছিলাম শুধু । দেখেছ কিনা জানি না। তোমার সেই চোখে আমি সেদিন স্পষ্ট পড়েছিলাম আমাকে ছেড়ে দেয়ার দৃঢ়তা। বুঝেছিলাম আমি যতই তোমার কাছে থাকতে চাওয়ার আকুতি জানাই না কেন তুমি অনেক কিছু বুঝিয়ে ঠিকই আমাকে ছেড়ে দিবে তাই পাথর হয়েছিলাম নিঃস্তব্ধ হয়ে মেনে নিয়েছিলাম তোমার সিদ্ধান্ত। তারপর ভার্সিটির শেষ দিন আর আমাদের শেষ দেখা । তারপর অনেক দিন পর পর ফোন দিতে জানতে চাইতে কেমন আছি কতটা ভুললাম তোমাকে? তুমি যে ইচ্ছে করে দেখা করছনা ঘন ঘন ফোন তাও বলে দিতে বলবেই না কেন? বুকে হাত দিয়ে যখন বলতে পারবেনা তুমিও আমাকে একদিন ভালবেসেছিলে অথচ দায়িত্ব নিতে পারবেনা বলে ছেড়ে গেলে সবই বুঝেছিলাম আমি। নিজ হাতেই চাইতে তোমাকে ভুলিয়ে দিতে তাই দেখা ফোন কিছুই করতেনা। কতবার এই বুকটা ফেটে গেছে একটা আকুতি নিয়ে একবার বলতে চেয়েছে শুধু আমাকে একটু ঠাই দাও তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছিনা। কিন্ত যখন বুঝতাম তুমি আমাকে ছাড়া বাঁচতে শিখে যাচ্ছ তখন আর কিছুই বলতে পারতাম না। হয়ত তুমি আমাকে চাওনি তাই আমার হারিয়ে যাওয়াটা মানিয়ে নিতে পেরেছিলে। যদি আমাকে চাইতে কোনও দিন ও আমাকে হারিয়ে দিতে না বরং আমার দুহাত শক্ত করে ধরে রাখতে সারা জীবনের জন্য। এই কথাটা বুঝার পর নিজেই হারিয়ে গেলাম অনেক দূরে কিন্ত তোমাকে হারানোটা মানতে পারছিনা আজো। তারপর থেকে আজও কত জল ঝরে যায় দুচোখে কিছুই জানো না তুমি। আজো ইচ্ছে জাগে একবার এসে সেই আগের মত বল পাগলিটা কাদছ কেন? আমিও কাঁদব কিন্ত কান্না থামাও বলে অশ্রু মুছে দিতে।
- বেদনায় হারিয়ে যাই
আমি হারিয়ে ফেলেছিলাম আমার আমিকে । আজও খুজে পাইনা সেই হারিয়ে ফেলা আমাকে যার একটা ছোট্ট মন ছিল ভালবাসার । আজ বেঁচে আছি মনহিনা একটা মূর্তি হয় যে আর কিছুই অনুভব করতে পারেনা। জানিনা আজও অবসরে আমাকে ভাবো কিনা? হয়ত ভাবলে ভাবো কোন এক সুখের সংসারে সুখী আছি আমি কিন্তু না আমি যে মরনের পথ চেয়ে দিন গুনছি । যে মন তোমাতে হারিয়ে এসেছি তার কি আর সংসার হয় বল? বিয়েটা ঠিক ই হয়েছিল আমার কিন্ত সংসার টা হয়নি। কি করে হবে বল আমি যে তার মাঝে শুধুই তোমাকে খুজে ফিরতাম । তাকে যে আমি সহ্যই করতে পারতাম না তোমার স্মৃতি গুলো আমাকে এতটাই আঁকড়ে রেখেছিল যে পারিনি তোমার স্মৃতির দেয়াল ভেঙ্গে কারো হতে মন থেকে।
- বেদনায় হারিয়ে যাই
তুমিকি জান আজ আমার অবসর কাটে তোমার দেয়া বই গুলু পরে। তোমার প্রিয় উপন্যাস দেবদাস পরে তার সাথে মিলাই আমদের। কিন্ত দেবদাসের মত তো তুমি নও। আবার তুমি দেবদাসের মতই। দেবদাসের মত ঝামেলার ভয়ে আমার ভালবাসা পায়ে মারিয়ে গেলে। তোমার সেই পায়ে মাড়ানোর আঘাতে আজও আমি ক্ষতবিক্ষত । কিন্ত দেবদাসের মত সেই ক্ষত সারাতে আশনি তুমি।একবার যদি আসতে তুমি পার্বতীর মত কখনও ফিরিয়ে দিতাম না তোমাকে। জানি তোমার একটা সংসার হয়েছে কিন্তু সুখী হয়েছ কী? অথচ তোমার একটা ছোট্টো সিদ্ধান্ত চারটা মানুষকেই সুখী করতে পারতো । তোমার একটা ছোটো ভুলের জন্য আমাদের মতও করে আমাদের সাথে জড়িয়ে থাকা দুটি মানুষের জীবনও ভালোবাসা হীণ হতোনা। নাকি তুমি সুখী হয়েছ?
- বেদনায় হারিয়ে যাই
তোমরা বড় অদ্ভুত তোমাদের সবাই দেবদাস পড়ে বড় হয়। দেবদাসের শেষ টায় পার্বতী দেবদাস কে মিলিয়ে দিয়ে সুখের রচনা দাও। কিন্ত তোমাদের পাশে পরে থাকা পার্বতীকে কখনই ধরা দিতে চাওনা তার কষ্ট বুঝেও না বুঝার ভান কর? কেন তোমরা এমন ? তোমাদের কাছে কী উত্তর আছে সেই প্রশ্নের জীবনের স্বপ্ন দেখার দিন গুলো একজনের পাশে থেকে মনে তার জন্য ভালবাসার তাজমহলে স্বপ্ন সাজিয়ে অন্য কারো সাথে সে কী করে জীবন সাজাবে? স্বপ্ন হীণ জীবন যে কখনোই সাজে না ।
Hope you're enjoying the Story. Please don't forget to comment and share and follow
0 Comments