Best Short Moral Stories for Kids
এই ছোট গল্পগুলি আমরা একাধিকবার শুনেছি এবং এমনকি একাধিকবার বলেছি।
তবে আমরা এই গল্পগুলি শুনতে এবং সেগুলি আমাদের বাচ্চাদের এবং যে কেউ শুনতে আগ্রহী। তাদের কাছে বলতে পছন্দ করি।
1. খরগোশ ও ব্যাঙ
খরগোসেরা একদিন একত্রে বসে তারা কত দূর্বল সেইটা নিয়ে বলাবলি করছিলো। তারা চিন্তা করে দেখলো তাদের না আছে শক্তি, না আছে সাহস। মানুষ, পশুপাখী সবাই তাদের শত্রু, সবাই তাদের ধরে খায়। খরগোসদের ঠিক করলো এরকম জীবন রাখার চাইতে মরে যাওয়া ভালো। তাই তারা দল বেঁধে পানিতে ডুবে মরার জন্য এক পুকুরের ধারে গেলো।পুকুর পাড়ে বসে ছিলো অনেকগুলো ব্যাঙ। খরগোসদের সাড়া পেয়ে তারা লাফ দিলো পুকুরে। যেই না সবাই লাফ দিতে যাবে সে সময় বুড়ো এক খরগোস বললো, 'দাঁড়াও, আগেই লাফ দিওনা। এই দেখো ব্যাঙের দল আমাদের ভয় পায়। তার মানে ওরা আমাদের থেকেও অসহায়।'
(Moral) উপদেশঃ একজন যতই দূর্বল হোক না কেনো, তার থেকে সবসময় আরো দূর্বল কেও থাকে।
2. গাধা ও সিংহের চামড়া
একদিন এক গাধা বনের মধ্যে ঘুরছিলো। হঠাৎ সে দেখতে পেলো একটা সিংহের চামড়া পরে আছে। কোন শিকারী হয়তো ফেলে গেছে। গাধা তো মহা খুশি। সে সিংহের চামড়াটা গায়ে দিয়ে ভাণ করতে লাগলো সে পশুরাজ সিংহ। বনের সব পশুপাখী তাকে সিংহ ভেবে ভয় পেতে লাগলো।গাধা নিজেকে নিয়ে খুব গর্ব করতে থাকলো, সে নিজেকে সত্যিকার বনের রাজা ভাবতে লাগলো। খুশিতে সে যেই না নিজের মুখ খুলেছে, ওমনি মুখ থেকে বেরিয়ে এলো গাধার ডাক।
ঠিক সে সময় সেদিক দিয়ে যাচ্ছিল শেয়াল। গাধা শেয়ালকেও ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু শেয়াল হাসতে হাসতে বললো-'বন্ধু তোমার গলার আওয়াজেই তোমাকে চিনতে পেরেছি, নইলে কখন ভয়ে পালাতাম!'
(Moral) উপদেশঃ পরিচ্ছদ কারও আসল পরিচয় নয়।
3. মিথ্যাবাদী রাখাল
এক রাখাল বালক মাঠে গরু চড়াতো। ভীষন দুষ্টু ছিলো সে। একদিন মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো তার। 'বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে'- চিৎকার করতে লাগলো সে। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি-সোটা নিয়ে হাজির। কিন্তু কই বাঘ? সবাই বুঝলো রাখাল মজা করার জন্য এ কাজ করেছে। সবাই যে যার কাজে ফিরে গেলো।
রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেলো। কয়েকদিন পরে আবার সে একই কাজ করলো। লোকজন ছুটে এসে দেখলো বাঘ নেই। এরকম কয়েকবার হলো।
একদিন সত্যি সত্যি বাঘ আক্রমন করলো। রাখাল প্রান ভয়ে বাঘ বাঘ করে চিৎকার করতে লাগলো। কিন্তু সেদিন কেও এগিয়ে আসলো না। সবাই ভাবলো রাখাল আবারো মজা করছে। বাঘ রাখালের ঘাড় মটকে খেয়ে ফেললো।
(Moral) উপদেশঃ মিথ্যাচার করলে প্রতিফল পেতে হয়।
4. দুঃসময়ের বন্ধু
একদিন দুই বন্ধু বেরোলো বেড়াতে। যেতে যেতে পথে হঠাৎ ভয়ংকর এক ভালুকের সামনে পড়ল দুজন। দুই বন্ধুর মধ্যে একজন গাছে চড়তে জানত। বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে চড়ে বসল সে। অন্য বন্ধুটি গাছে চড়তে জানত না, এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্নরক্ষার ব্যবস্থা করল। অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল। কারণ সে জানত ভালুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না।ভালুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। ভালুক তার নাখ-মুখ পরীক্ষা করে যখন বুঝল লোকটি মৃত, চলে গেল। ভালুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল, 'বন্ধু, ভালুক তোমার কানে কানে কী বলে গেল?'বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল, 'ভালুক আমার কানে কানে এই উপদেশ দিল, যে বন্ধু বন্ধুর বিপদে তার পাশে থাকে না, ভবিষ্যতে যেন এমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি।'
(Moral) উপদেশঃ বিপদেই সত্যিকার বন্ধুর পরিচয় পাওয়া যায়।
5. পিঁপড়া ও ঘুঘু পাখি
তৃষ্ণার্ত এক পিঁপড়ে নদীর জলে মুখ দিতেই তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেলো। একটি ঘুঘুপাখি তা দেখতে পেয়ে পিঁপড়ের সামনে একটি গাছের পাতা ফেলে দিলো। পিঁপড়ে সেই পাতায় চড়ে বসে প্রাণ বাঁচালো।
কিছুদিন পরে পিঁপড়ে দেখতে পেলো একজন শিকারী সেই ঘুঘুটির দিকে তীর ছুড়তে উদ্যত। কুট করে সে কামড় বসিয়ে দিলো শিকারীর পায়ে। উহ্ করে উঠতেই হাতের তীর গেলো ফসকে আর ঘুঘুপাখি গেলো উড়ে।
(Moral) উপদেশঃ সব সময় উপকারীর উপকার স্বীকার করতে হয়।
6. হরিণ ও সিংহ
পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেলো। বিরাট আঁকাবাঁকা শিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠলো। হঠাৎ তার চোখ পরলো নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেলো হরিণ।
এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহও তাকে ধাওয়া করতে থাকলো।হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেলো আটকে আর সিংহও তাকে ধরে ফেললো। বড় দেরীতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিলো, সেগুলি ছিলো তার বিপদের সহায় আর যে শিং ছিলো তার গর্বের ধন সেটিই হলো তার মৃত্যুর কারন।
(Moral) উপদেশঃ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিষকেই আমরা সবসময় অবহেলা করি।
পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেলো। বিরাট আঁকাবাঁকা শিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠলো। হঠাৎ তার চোখ পরলো নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেলো হরিণ।
এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহও তাকে ধাওয়া করতে থাকলো।হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেলো আটকে আর সিংহও তাকে ধরে ফেললো। বড় দেরীতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিলো, সেগুলি ছিলো তার বিপদের সহায় আর যে শিং ছিলো তার গর্বের ধন সেটিই হলো তার মৃত্যুর কারন।
(Moral) উপদেশঃ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিষকেই আমরা সবসময় অবহেলা করি।
7. সিংহ, ভালুক ও শিয়াল
সিংহ ও ভালুক একই সময়ে একটা বাছুর দেখতে পেলো। ভালুক বললো- 'আমি এটাকে আগে দেখেছি, সুতরাং এইটা আমার।' সিংহ বললো-'না, আমি আগে দেখেছি তাই এটা আমার।'দুজনে মিলে শুরু করে দিলো মারামারি।
দূর থেকে চুপ করে ওদের এই মারামারি দেখছিলো একটা শেয়াল। মারামারি করে যখন সিংহ ও ভালুক দুজনেই যখন নিস্তেজ হয়ে পড়লো, তখন শেয়াল বাছুরটা নিয়ে দৌড় দিলো। ভালুক আর সিংহ তাকিয়ে তাকিয়ে দেখলো। ওদের গায়ে তখন আর কোন শক্তি ছিলোনা।
'কত বোকা আমরা। নিজেরা মারামারি না করে যদি আমরা ভাগাভাগি করে খেতাম, তাহলে আজ শেয়ালের কপালে জুটতোনা বাছুরখানা'- দুঃখ করে বললো তারা।
(Moral) উপদেশঃ সব পরিশ্রম শেষ করে ফেললেই সবসময় মুনাফা পাওয়া যায়না।
8. সিংহ ও ইঁদুর
একটা ছোট ইঁদুর ঘুমন্ত সিংহের মুখের ওপর দিয়ে ছোটাছুটি করতে গিয়ে তার ঘুম ভাঙিয়ে দিল। সিংহ খুব রেগে ইঁদুরটাকে ধরে মেরেই ফেলছিল, তখন ইঁদুর খুব কাকুতি-মিনতি করে তাকে বলল, আমাকে ছেড়ে দাও, একদিন হয়তো আমি তোমাকে রক্ষাও করতে পারি। ইঁদুরের কথা শুনে সিংহ হেসেই বাঁচে না, তবু কী মনে করে তাকে ছেড়ে দিল। তারপর অনেক দিন পার হয়ে গেছে, হঠাৎ একদিন সেই সিংহ একটা শিকারির জালে আটকা পড়ে গেল। সিংহের গর্জন শুনে ইঁদুর ছুটে এসে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিংহ মুক্তি পেয়ে যায়। ইঁদুর বলল, দেখেছ, তুমি আগে বিশ্বাস করোনি, কিন্তু প্রয়োজনে একটা ছোট ইঁদুরও তোমাকে রক্ষা করতে পারে।
(Moral) উপদেশঃ ভালো কাজের প্রতিদান পাওয়া যায়।
9. শেয়াল ও ছাগল
একদিন এক শেয়াল হঠাৎ এক কুয়ার মধ্যে পড়ে গিয়ে আর বাহির হতে পারছিলো না। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক ছাগল। কুয়াতে ঊঁকি দিয়ে সে শেয়ালকে দেখতে পেলো। 'বন্ধু তুমি ওখানে কি করছো?'-জিজ্ঞেস করলো ছাগল।
'ওমা তুমি জানো না? এই কুয়ার পানি সবচাইতে মিষ্টি। এসোনা তুমিও খাবে।'-বললো চতুর শেয়াল।
ছাগল একটু চিন্তা করে নেমে পরলো কুয়াতে। যেই না নামা, সাথে সাথে শেয়াল এক লাফে ছাগলের শিং এর উপর আর আরেক লাফে কুয়ার বাইরে।
'বিদায় বন্ধু। তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, তাহলে এখান থেকে বের হবার রাস্তা আছে কিনা তা না দেখে কখনই নীচে নামতে না '-চলে যেতে যেতে শেয়াল বললো।
(Moral) উপদেশঃ দুষ্ট লোকের ছলের অভাব নেই।
10. ময়ূর ও সারস পাখি
রঙ্গিন পেখম নিয়ে ময়ূরের ভারী অহংকার। নিজেকে সে সবার চাইতে সুন্দর আর সবচেয়ে উপযুক্ত মনে করে। একদিন নদীর পাশ দিয়ে যাবার সময় সে দেখতে পেলো সারস কে। ওমনি সে তার সাতরঙ্গা পেখম মেলে দিলো।
'উফ কি বিচ্ছিরি রংবিহীন পাখা তোমার! বিবর্ণ আর জরাজীর্ণ!! আর দেখো আমাকে, রংধনুর সবগুলো রং খেলা করে আমার পাখায়, কত সুন্দর আমি।'-গর্ব ভরে বললো ময়ূর।
'তোমার কথাগুলি সত্যি, কিন্তু আমি যখন আকাশের অনেক উঁচুতে উড়তে থাকি, মেঘ আর তারাদের সাথে খেলতে খেলতে পৃথিবীর অপরুপ সৌন্দর্য্য উপভোগ করি, তখন তুমি তোমার অপূর্ব পালক নিয়ে মাটিতে বসে থাকো মোরগের মতো।'
(Moral) উপদেশঃ অর্থহীন সৌন্দর্য্য কোন কাজের নয়।
0 Comments